ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পৌর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ময়মনসিংহে পৌর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের ময়লাকান্দায় পৌরসভার ময়লা ফেলাকে কেন্দ্র করে পৌর কর্মচারীদের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পৌর কর্মচারী সংসদ ও পৌর শ্রমিক ইউনিয়ন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ পৌরসভার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।



এ সময় হামলার মূলহোতা স্থানীয় ৬ নং চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীরসহ জড়িতদের গ্রেফতার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর শরীফ উদ্দিন, জামাল হোসেন রোজ, ফারুক হাসান, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, পৌর কর্মচারী সংসদের সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক সোয়ারিকুল ইসলাম, পৌর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ পৌরসভার ময়লা ফেলার নির্দিষ্ট স্থান চরকালিবাড়ি এলাকার ময়লাকান্দায় ময়লা ফেলতে গিয়ে হামলার শিকার হন ৫ পরিচ্ছন্ন কর্মী। এ সময় পৌরসভার ৩টি ট্রাক ভাংচুর করা হয়। পরে ওই ঘটনায় পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা সেপ্টেম্বর ২০, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।