ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় আরো ১ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় আরো ১ জন নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায়’ টাঙ্গাইলে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে রুবেল নামে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো।



রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, ‘ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায়’ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী বাসস্ট্যান্ড ও ঘাটাইল উপজেলার হামিদপুরে মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। এ সময় কালিহাতী থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে বাধা দিলে মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে সাতজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ফারুক নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে শামীম ও শ্যামল পাল নামে দুইজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রুবেলকে ওই দিনই ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ও নিহতের বাবা ফারুক হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫  
এজেডএস/এমজেড

** টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় আরো ১ জন নিহত
** টাঙ্গাইলে সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।