মধুপুর(টাঙ্গাইল): ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মধুপুর পৌর শহরের জনৈক ব্যবসায়ী সুরুজ্জামান সুজার মেয়ে সুবর্ণা(১৪) মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
শনিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্র জানায়, মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামের বাসিন্দা সুবর্ণার পরিবার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামে যায়। সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সুবর্ণা। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
পিসি/