ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

৫০ শতাংশ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
৫০ শতাংশ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ঈদের দিন বিকেল থেকে এ পর্যন্ত কোরবানির ৫০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে এ তথ্য জানা  যায়।


 
ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রাকিব উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, এরমধ্যে ১০টি পশুরহাট ও হাটের আশপাশের এলাকার বর্জ্য অপসারণের মাধ্যমে মানুষ ও যানবাহন চলাচলে উপযোগী করা হয়েছে।
 
তিনি বলেন, নগরী থেকে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে। ঈদের দিন থেকেই কোরবানির বর্জ্য অপসারণ কাজ শুরু হয়েছে।
 
‘এই পযন্ত (২৪ ঘণ্টা) ১০টি পশুর হাটের আশেপাশের বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে,’ বলেন ক্যাপ্টেন রাকিব।

তিনি বলেন, এছাড়া ডিএসসিসির বিভিন্ন আবাসিক এলাকার ৫০ শতাংশ বর্জ্য সরানো হয়েছে। ১০ হাজার পরিচ্ছন্নকর্মী এই পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছেন। আশা করি, রোববার দুপুরের মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ সম্ভব হবে।
 
বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, ছোট ছোট ভ্যান নিয়ে বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে গিয়ে বাসা-বাড়ির সামনে থাকা ব্যাগ ও বস্তা ভর্তি কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রয়েছেন পরিচ্ছন্নকর্মীরা।
 
বর্জ্য ভ্যানে করে স্থানীয় ডাস্টবিনের কন্টেইনারে রাখা হচ্ছে। এরপর বর্জ্য ভর্তি কন্টেইনারগুলো সিটি করপোরেশনের নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে।
 
এদিকে ঈদের দিন থেকে তিনদিন কোরবানির বর্জ্য অপসারণের জন্য নিয়মিত পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে অতিরিক্ত আরও সাড়ে ৪হাজারের বেশি পরিচ্ছন্নকর্মী নিয়োজিত করেছে ডিএসসিসি।
 
এর আগে ঈদের দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকায় বর্জ্য অপসারণের কাজ উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।
 
ওই সময় তিনি বলেন,‘১০ হাজার পরিচ্ছন্নকর্মী কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছেন। ঈদের দিনসহ টানা তিনদিনের সব বর্জ্য অপসারণ করা হবে। ’
 
‘এরপরও যদি কোনো বাসা-বাড়ি ও রাস্তার পাশে বর্জ্য থেকে যায়, তাহলে সিটি করপোরেশনের ওয়েবসাইটে অভিযোগ করার সুযোগ রয়েছে, সেখানে কেউ অভিযোগ করলে পরিচ্ছন্নকর্মীরা বর্জ্য অপসারণ করতে চলে যাবেন,‘ বলেছিলেন মেয়র সাঈদ খোকন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
টিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।