ঢাকা: ৪৮ বা ২৪ ঘণ্টা নয়, দিনে দিনেই বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়ার কথা বলেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
কিন্তু ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনে দিনে নয়ই, পরের দিনেও পরিচ্ছন্ন হয়নি কোরবানির প্রথমদিনের বর্জ্য।
ঢাকা দক্ষিণের ধোলাইখাল এলাকার বিভিন্ন পয়েন্ট, শরৎ গুপ্ত রোড, নারিন্দা মাধব গৌড়ীয় মঠের সামনে, টিপু সুলতান রোডসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় বর্জ্য রয়ে গেছে।
এ ছাড়া ঢাকা উত্তরের কিছু অংশ রামপুরা বাজার, বাড্ডা, নতুন বাজারসহ বিভিন্ন বর্জ্যের স্তূপ দেখা গেছে। রাস্তায় পশু কোরবানির রক্ত ধুয়ে না দেওয়ায় পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। নাকে হাত দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।
![](files/dho1_980589215.jpg)
নিজের কথা অনুয়ায়ী দিনে দিনে বর্জ্য অপসারণ হয়েছে কিনা জানতে চাইলে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলানিউজকে বলেন, আমাদের কর্মীরা কাজ করছে। এটা কন্টিনিউয়াস প্রসেস (চলমান প্রক্রিয়া)। তিনদিন এ কাজ চলবে।
বিভিন্ন স্পটে এখনও শুক্রবারের বর্জ্য রয়ে গেছে, অপসারণ হয়নি এ কথার জবাবে মেয়র বলেন, কোথাও যথাসময়ে বর্জ্য অপসারণ না হলে সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে আপনিসহ যে কেউই অভিযোগ করতে পারবেন। আমরা ব্যবস্থা নেবো।
এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে দেখা যায়, অভিযোগ (complain!) করা সুযোগ আছে। কিন্তু www.dhakasouthcity.gov.bd/complain-এ গিয়ে অভিযোগ দেওয়ার চেষ্টা করেও দেওয়া যায়নি। সেখানে ‘সিলেক্ট কম্প্লেইন সাব-টাইপ অপশনে সিলেক্ট কম্প্লেইন’ লেখা থাকলেও সেখানে অপশন দেওয়া নেই। এর ফলে ওয়েবসাইটে অভিযোগ ‘সাবমিট’ হয় না।
![](files/dho2_332063915.jpg)
এবার সুশৃঙ্খলভাবে কোরবানি দেওয়া, দ্রুত পরিচ্ছন্ন করে সুন্দর পরিবেশ রক্ষার জন্য প্রতি ওয়ার্ডে ৪/৫টা করে পুরো ডিএসসিসিতে ৩২৮টি কোরবানি স্পট নির্ধারণ করা হয়েছিল। এসব স্পটগুলোর অধিকাংশই খালি ছিল। ব্যবহার করা হয়নি। অনেকেই রাস্তায় কোরবানি দিয়েছেন।
কোরবানির আগে ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং মানুষজনকে এসব স্পটে এসে কোরবানি করার জন্য লিফলেট, মেয়রের অনুরোধ সম্বলিত চিঠি বিলি করা হয়। এ ছাড়া কোরবানির আগে দুইদিন মাইকিংও করা হয়েছিল।
** দিনের বর্জ্য দিনেই অপসারণ
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসইউজে/এবি