ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি

‘সন্ধ্যা ৬টার মধ্যে উত্তরের সব বর্জ্য অপসারণ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
‘সন্ধ্যা ৬টার মধ্যে উত্তরের সব বর্জ্য অপসারণ’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির সব বর্জ্য অপসারণ হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি বাংলানিউজকে এ তথ্য জানান।



ডিএনসিসির এই কর্মকর্তা বলেন, ‘কোরবানির কারণে উত্তর সিটি করপোরেশন এলাকায় যে বর্জ্য তৈরি হয়েছিল এরই মধ্যে এর প্রায় ৯৫ শতাংশ অপসারণ সম্পন্ন হয়েছে। বাকিটাও সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ হয়ে যাবে। ’

ডিএনসিসির বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরেও এ সত্যতা পাওয়া যায়। রাজধানীর এ অঞ্চলের অধিকাংশ এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ হয়ে গেছে। তবে নগরীর বিভিন্ন এলাকার গলিতে পশু কোরবানি দেওয়ার কারণে অনেক জায়গাতেই এখনও ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা দেখা গেছে।

ডিএনসিসির মহাখালী, বনানী, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে।

তবে রক্ত শুকিয়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তবে অলিগলির বর্জ্য অপসারণে কোজ করছেন করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে প্রায় ১৫ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। উত্তর সিটি এলাকায় যে পাঁচটি পশুর হাট ছিল সেগুলোর বর্জ্যও পরিষ্কার করা হয়ে গেছে।

‘এরপরও কোনো এলাকায় কোরবানির বর্জ্য থাকার খবর সিটি করপোরেশনকে জানালে তাৎক্ষণিক তা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।
বিপন কুমার সাহা বলেন, কেননা বর্জ্য অপসারণে জনগণের সহযোগিতাই মূল ভূমিকা পালন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনসিসির নিয়মিত ৩ হাজার ৩০০ পরিচ্ছন্নকর্মী রয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি অতিরিক্ত কর্মী। মোট ৭ হাজার কর্মী নগরীর বিভিন্ন এলাকা থেকে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছেন।

এবার নগর পরিচ্ছন্নতা কাজে ২৫টি ডাম্পার, ৬টি পে-লোডার, ২টি টায়ার ডোজার, ৪টি পানির গাড়ি, ২টি প্রাইম মোভার, ২টি ট্রেইলর, এসকেভেটর, চেইন ডোজার, শতাধিক খোলা ট্রাক ব্যবহার করে বর্জ্য অপসারণ করা হচ্ছে।

এছাড়া দুই হাজার ছোট ছোট ভ্যান গাড়ি বর্জ্য অপসারণের কাজে ব্যবহার হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।  

এর আগে ঈদের দিন দুপুরে উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন পশুর হাট থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।