ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
চান্দিনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৪ ছবি: প্রতীকী

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব থেকে আসা প্রবাসীসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।



আহত ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের সহিদুল্লাহর ছেলে মাহফুজুল আলম রাজন (২৫), একই উপজেলার স্বপন (৬০), প্রাইভেটকার চালক ইসমাইল (৩২) এবং আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

আহতদের মধ্যে আহত স্বপন ও অজ্ঞাত পরিচয় ওই যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ ও বাকিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারের চালকসহ চারযাত্রী আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ফাঁড়িতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।