ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

ব্রাহ্মণবাড়িয়ার গোলাম মোস্তফা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ার গোলাম মোস্তফা নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের বাসিন্দা, রেল কর্মচারী গোলাম মোস্তফা ওরফে খালেক (৫৫) সৌদি আরবে হজ পালন করতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

এর আগে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোঁড়ার সময় পদদলিত হওয়ার ঘটনায় নিখোঁজ হন গোলাম মোস্তফা দম্পতি।

পরদিন বিকেলে মোয়াল্লেমের মাধ্যমে গোলাম মোস্তফা মারা যাওয়ার খবর জানতে পারেন তার পরিবারের সদস্যরা।

গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন বাংলানিউজকে জানান, মোয়াল্লেমের মাধ্যমে গত শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে তার কথা হয়েছে। মা রওশন আরা তাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ খবর পাওয়ার পর থেকে নিহতের ঢাকার আশকোনার বাসা ও গ্রামের বাড়ি মান্দারপুরে স্বজনরা কান্নাকাটি করছেন। ঢাকার বাসায় দোয়া, কোরআন খতম আদায় করা হচ্ছে। সেখানে স্বজনরা ছুটে আসছেন সান্ত্বনা দিতে।

নিহত গোলাম মোস্তফার চাচাত ভাই জিতু মিয়া বাংলানিউজকে জানান, গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো মান্দারপুর গ্রাম। শোকাচ্ছন্ন গ্রামের মানুষ ভিড় করছেন তাদের দক্ষিণপাড়ার বাড়িতে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।