ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হজে যাওয়া মুশফিকের সন্ধান পাচ্ছেন না স্বজনরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
হজে যাওয়া মুশফিকের সন্ধান পাচ্ছেন না স্বজনরা ছবি: সংগৃহীত

ঢাকা: মিনায় দুর্ঘটনার পর থেকে পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়া সৈয়দ মুশফিকুল ইসলামের (৫৬) সন্ধান পাচ্ছেন না তার স্বজনরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলানিউজ কার্যালয়ে ফোন করে নিখোঁজের স্বজন শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিখোঁজ সৈয়দ মুশফিকুল ইসলামের বাড়ি রাজধানীর মিরপুর এলাকায় শেওড়াপাড়া এলাকায়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ নেওয়াজ জানান, গত ২২ আগস্ট পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব যান তার খালু সৈয়দ মুশফিকুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ওসি ৪১১৫০৫৪)। এরপর প্রতিদিনই তার সঙ্গে মোবাইলে কথা হতো।

মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপে যাওয়ার আগেও তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। এরপর সৈয়দ মুশফিকের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

মিনায় তার সঙ্গে পাথর নিক্ষেপ করতে যাওয়া আরও কয়েকজন হাজির সাথে কথা হয়েছে। তবে সৈয়দ মুশফিকের মোয়াল্লেমের ফোনও বন্ধ যাচ্ছে বলে জানান শাহ নেওয়াজ।

তিনি বলেন, ‘আমার খালুর সঙ্গে থাকা অন্য হাজিরা বলেছেন, পাথর ছোড়ার সময় খালু নিচে পড়ে যান। এরপর থেকে তার কোনো খবর পাচ্ছি না। ’

গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে কমপক্ষে ৭১৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে প্রায় ৮শ’র মতো।

এ পর্যন্ত ৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ রয়েছেন অনেকে।

** ব্রাহ্মণবাড়িয়ার গোলাম মোস্তফা নিহত

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।