ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ঈদের দ্বিতীয় দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিল্পনগরী খুলনার বিনোদন কেন্দ্রগুলো। পরিবার-পরিজন-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দে সময় কাটানোর মধ্য দিয়েই নগরবাসী ভাগাভাগি করছেন ঈদের আনন্দ।

এর ফলে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে।

শনিবার শেষ বিকেলে বৃষ্টি খানিকটা বিড়ম্বনায় ফেললেও বিনোদন প্রেমীদের আনন্দ ভ্রমণকে আটকাতে পারেনি। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে, কেউবা পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন প্রিয় মানুষটির হাত ধরে।

সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে জাতিসংঘ শিশুপার্ক, শহীদ হাদিস পার্ক, রূপসা সেতু, নগরীর খালিশপুরের ওয়ান্ডার ল্যান্ড শিশুপার্ক, গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকার চিড়িয়াখানা, ভূতের আড্ডা পার্ক, ফরেস্ট ঘাট ও বয়রা এলাকার এসএস ওয়ার্ল্ড শিশুপার্কে। এসব বিনোদন কেন্দ্রের কোথাও কোথাও বসেছে ঈদ মেলা।

বিকেলে জাতিসংঘ শিশুপার্কে ঈদ মেলায় ঘুরতে আসা রাফি ও শাফী বাংলানিউজকে বলেন, শিশুপার্কটি নতুন আঙ্গিকে সাজানোর ফলে এখন বসার পরিবেশ তৈরি হয়েছে। মেলায় নানা রকম খেলনা ও রাইড থাকায় ছোট ভাই-বোনদেরও নিয়ে এসেছি।

রাফির মতে, এ শিশুপার্কে প্রবেশ ফি লাগে না বলে সাধারণ মানুষ সপরিবারে এখানেই বেশি আসছেন।

খুলনার খানজাহান আলী সেতুতে (রূপসা সেতু) ঘুরতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আফসার আলী বললেন, নগর জীবনের কোলাহল ছেড়ে মুক্ত পরিবেশে ঈদানন্দ উপভোগ করতে এ সেতুর বিকল্প নেই। সেতুটির মাঝখানে দাঁড়ালেই মনে হবে, কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। মনে হবে যেন উন্নত বিশ্বের কোনো সেতুতে দাঁড়িয়ে আছি, যে কারণে বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে এসেছি।

খুলনা সিটি করপোরেশনের নিরাপত্তা সুপার আলমগীর কবির বিশ্বাস বাংলানিউজকে বলেন, খুসিক’র অধীনে একটি আধুনিক শিশুপার্কসহ আটটি পার্ক রয়েছে। এসব পার্কে ঈদ উপলক্ষে বিনোদনের বিশেষ আয়োজন করা হয়েছে। এছাড়া বিনোদন প্রেমীদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

এবার ঈদে পার্কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় দর্শনার্থীদের ভিড় বেশি বলেও জানালেন তিনি।
 
বাংলাদেশ সময় ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।