গোপালগঞ্জ: চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে গোপালগঞ্জ সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি