ভোলা: ভোলা জেলার মনপুরায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলের ১৫ দিনের কারাদণ্ড ও চারজনের এক হাজার টাকার করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দু’টি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান ও অজিত দেব এ আদেশ দেন।
সূত্র জানায়, ইলিশ রক্ষায় রোববার দিনগত গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মনপুরা মৎস্য বিভাগের দু’টি দল মেঘনার বিভিন্ন পয়েন্ট অভিযানে চালায়।
এসময় অবৈধভাবে নদীতে মাছ শিকারকালে তিনটি ট্রলার থেকে সাত জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের দণ্ডাদেশ দেন।
মনপুরা উপজেলা সহকারী মৎস্য বিষয়ক কর্মকর্তা আবুল বাশার সাংবাদিকদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি