ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মনপুরায় সাত জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মনপুরায় সাত জেলের জেল-জরিমানা

ভোলা: ভোলা জেলার মনপুরায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলের ১৫ দিনের কারাদণ্ড ও চারজনের এক হাজার টাকার করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দু’টি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান ও অজিত দেব এ আদেশ দেন।



সূত্র জানায়, ইলিশ রক্ষায় রোববার দিনগত গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মনপুরা মৎস্য বিভাগের দু’টি দল মেঘনার বিভিন্ন পয়েন্ট অভিযানে চালায়।

এসময় অবৈধভাবে নদীতে মাছ শিকারকালে তিনটি ট্রলার থেকে সাত জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের দণ্ডাদেশ দেন।

মনপুরা উপজেলা সহকারী মৎস্য বিষয়ক কর্মকর্তা আবুল বাশার সাংবাদিকদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।