ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
গোপালগঞ্জে সংঘর্ষে নারীসহ আহত ১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটে।



গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু নাইম বাংলানিউজকে জানান, সকালে ওই গ্রামে একটি খালে মাছ ধরা নিয়ে আশরাফ আলী মোল্লা ও উলু মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশিয় সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আশরাফ আলী (৬৫), হাসমত মোল্লা (৪০), মাবিয়া বেগমকে (৪০) গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং মনির মোল্লাকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।