ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়েন যুগ্ম সচিব

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়েন যুগ্ম সচিব রণজিৎ চন্দ্র সরকার

ময়মনসিংহ: চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ছিটকে পড়েন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক রণজিৎ চন্দ্র সরকার (৫৫)।

এ সময় ট্রেনের নিচে তার বাম পা কাটা পড়ে।

উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তার ‍মৃত্যু হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবু তাহের ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ দুর্ঘটনার কারণ সম্পর্কে বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণার মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে হাওড় এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করেন রণজিৎ চন্দ্র সরকার। পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করে। এ সময় ফ্রেশ হতে তিনি ট্রেন থেকে নেমে স্টেশন সুপারিনটেনডেন্টের কক্ষে যান।

মর্মান্তিক এ ঘটনার বর্ণনা দিয়ে আবু তাহের বলেন, নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিয়ে একজন বাথরুম ব্যবহার করতে চান। এরপর তিনি বাথরুম থেকে বেরিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের দিকে ছোটেন। কিন্তু চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে এক নম্বর লাইনের প্ল্যাটফর্মে বাড়ি খেয়ে ছিটকে পড়েন তিনি। এতে তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা ও রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। তার মরদেহ মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, নির্ধারিত যাত্রা বিরতির পরপরই ট্রেনটি ছেড়ে দিলে তিনি দৌড়ে উঠতে গিয়ে ট্রেনের হ্যান্ডেল ধরেন। এ সময় তার বাম পা ট্রেনের নিচে চলে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার বাম পা কেটে বাদ দেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। তিনি জানান, ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনে উঠতে বিলম্ব করছিলেন। পরে ট্রেনটি ছেড়ে দিলে তিনি উঠতে যান। তখনই এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএম

** ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।