ফরিদপুর: বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কবি জসীম উদদীন হল চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
২০২১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন।
এদিকে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্য্যলয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদদীন হল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. জামিল হাসান, জেলা আওয়ামী লীগ নেতা ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সিভিল সার্জন ডা. অসিত রঞ্জন দাস প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রশিদ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এআর/এমএ