ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি: আলফাডাঙ্গার দুই হাজি নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মিনা ট্র্যাজেডি: আলফাডাঙ্গার দুই হাজি নিখোঁজ

ফরিদপুর: সৌদির মিনায় পদদলিতের ঘটনায় ফরিদপুরের দুই হজযাত্রী নিখোঁজ রয়েছেন। তারা হলেন, জেলার আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের নওশের আলম নিলু (৬৫) ও একই গ্রামের মেজবাহুর রহমান মোস্তফা (৭০)।



নিখোঁজ নওশের নিলু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং মেজবাহুর রহমান সোনার বাংলা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। তারা দু’জনই ঢাকায় কর্মরত ছিলেন।

নিখোঁজ নওশের আলম নিলুর ভাতিজা সুলতান মাহমুদ জানান, খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সবাই খুবই চিন্তায় আছেন। সরকারের কাছে জোর দাবি জানান- তার চাচা যেভাবেই যে অবস্থাই থাকুক যেন ফিরিয়ে দেওয়া হয়।

আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের বাংলানিউজকে বলেন, নিখোঁজের বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে নিখোঁজ ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।