ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির মামলা

এনটিভির সাবেক ফরিদপুর প্রতিনিধি আরিফ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনটিভির সাবেক ফরিদপুর প্রতিনিধি আরিফ গ্রেফতার আরিফ ইসলাম

ফরিদপুর: চাঁদাবাজির মামলায় এনটিভির সাবেক ফরিদপুর জেলা প্রতিনিধি আরিফ ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ বর্তমানে আমার ফরিদপুর নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।



সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু ঢাকার শাহবাগ থানায় দায়ের করা চাঁদাবাজির মামলাটির বাদী।

কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান জানান, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা চাঁদাবাজির ওই মামলায় আরিফের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ ছিল। সে অনুযায়ী আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানার এসআই ও সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা গৌতম জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী আরিফকে ফরিদপুর থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসআই গৌতম আরো জানান, মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু গত ২৮ জুন দায়ের করা মামলায় (নং: ২৫০/১৫) অভিযোগ করেন, আরিফ ইসলাম সাংবাদিক পরিচয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় আরিফ অনলাইন পোর্টাল ও ফেসবুকে তাকে ও তার পরিবারকে জড়িয়ে ভিত্তিহীন মনগড়া একাধিক সংবাদ প্রতিবেদন প্রকাশ করেন। ওই মামলায় আরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।

একই ঘটনায় আরিফ ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার মামলা ছাড়াও মানহানি ও তথ্য প্রযুক্তি আইনে মানিকগঞ্জে একটি, ঢাকায় একটি ও ফরিদপুরে দু’টি মামলা হয়। এর মধ্যে ফরিদপুরের একটি মামলার(নং: সদর সিআর ৪১৭/১৫) বাদিনী মাহবুবুল হাসান পিংকুর মা সৈয়দা হুসনে হেনা বানু। এছাড়া মিথ্যা সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে চাঁদা আদায় ও মানহানির অভিযোগে  ফরিদপুরের বিভিন্ন আদালতে আরিফের বিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে।

চাঁদাবাজির অভিযোগে আরিফকে এনটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ এবং ফরিদপুর রিপোর্টার্স ইউনিটি থেকে বহিস্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।