ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সেতু থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সেতু থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লাভলী আক্তার (২২) নামে এক গৃহবধূ সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তারাব বাজারঘাট এলাকার শীতক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতু থেকে লাফিয়ে পড়েন তিনি।

পরে ঘাটের ‍মাঝিরা তাকে উদ্ধার করেন।

লাভলী আক্তার ময়মনসিংহ সদর উপজেলার মদনপুর এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।

গৃহবধূ লাভলী আক্তার জানান, ১০ বছর আগে রাজধানীর মাতুয়াইল মৃধাবাড়ি এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের লাভীব হাসান (৬) ও নাহিম রহমান (৩) নামে দুই ছেলে রয়েছে।

বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি নানা কারণে তাকে ‍মারধর করেন। ঈদের দিন সকালে স্বামীকে নতুন পাঞ্জাবি গায়ে ঈদগাহে যেতে বলায় তাকে মারধর করা হয়।

ঈদের দিন থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তাকে আরো কয়েকবার মারধর করেন স্বামী ও শ্বশুড়-শাশুড়ি। অত্যাচার সহ্য করতে না পেরে দুপুরে তিনি সুলতানা কামাল সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান,  কেউ এ ধরনের ঘটনা সম্পর্কে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।