শরীয়তপুর: শরীয়তপুরে আধিপত্য বিস্তার এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক দুই সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ দুই সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার নীলমণি কান্দি গ্রামে এবং সকাল ৯টার দিকে চিকন্দী ইউনিয়নের দক্ষিণ শৌলা গ্রামে এ দু’টি ঘটনা ঘটে।
আহতদের কয়েকজনকে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার নীলমণি কান্দি গ্রামের মতিউর রহমান মুন্সীর সঙ্গে তুলাসার ইউপি সদস্য নূর আলম মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার বিকেলে পার্শ্ববর্তী বড়াইল গ্রামে মতিউর মুন্সীর সমর্থক সাঈদ মোল্লার সঙ্গে নূর আলম মোল্লার সমর্থকদের বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে সোমবার সকালে মতিউর মুন্সীর লোকজন নূর আলম মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
এ খবর ছড়িয়ে পড়লে নূর আলম মোল্লার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে মতিউর মুন্সীর সমর্থকদের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়।
সংঘর্ষে মতিউর মুন্সীর পক্ষের আহতদের মধ্যে লুৎফর রহমান খান, লিয়াকত খান, ঈশা খান, জাফর জমাদ্দার, সামাদ মুন্সী, আক্তার খলিফা, ইব্রাহীম খান, আবু জাফরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য নূর আলম মোল্লার পক্ষের আহতদের মধ্যে বোরহান ছৈয়াল, মোহাম্মদ আলী ছৈয়াল, শাহ আলম মোল্লা, মজিবর মোল্লা, আনোয়ার ছৈয়াল, মজিবর বিশ্বাসকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
হামলাকারীরা নূর আলম মোল্লা, সামছু মোল্লা ও রব মোল্লার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
এদিকে, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের দক্ষিণ শৌলা গ্রামে আদিল সরদার ও দেলোয়ার সরদারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে দেলোয়ার সরদার গাছ লাগাতে গেলে আদিল সরদারের সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আদিল সরদার, জালাল সরদার, নূরু সরদার, জসিম সরদার, দেলোয়ার সরদার, ফজলু মুন্সী, এমদাদ সরদারসহ ১০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমারত হোসেন বাংলানিউজকে বলেন, নীলমণি কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দক্ষিণ শৌলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমজেড