ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে শেরপুরে সিএইচসিপি’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
চাকরি জাতীয়করণের দাবিতে শেরপুরে সিএইচসিপি’র মানববন্ধন

শেরপুর: চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শেরপুরে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের স‍ামনে অ্যাসোসিয়েশনের সদস্যরা এ কর্মসূচি পালন করে।



এর আগে এ সংক্রান্ত দুই দফা দাবিতে সিভিল সার্জনের কাছে জেলার ১৯৬জন কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার স্মারকলিপি জমা দেয়।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, সিএইচসিপি চাকরি জাতীয়করণ করা না হলে বর্তমান সরকারের যুগান্তকারী কমিউনিটি ক্লিনিক সেবা মুখ থুবড়ে পড়বে।

সংগঠনের উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, সহ-সম্পাদক জাহানারা বেগম, জেলা সভাপতি রফিকুল ইসলামসহ জেলার ৫টি উপজেলার দেড় শতাধিক সদস্য কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।