ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সুবর্ণচরে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেলিম (৪০) নামে ১০ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেলিম চরকাজী মোখলেছ গ্রামের মৃত রেজাউল হকের ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, ২০০৫ সালে চর আমান উল্লাহ ইউনিয়নে একটি ডাকাতি মামলায় সেলিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরকাজী মোখলেছ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।