ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে মদসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সুন্দরগঞ্জে মদসহ আটক ৩ ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩৩ বোতল ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিপুর খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।

বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- উপজেলার খামারধুপনী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৩৫), চণ্ডিপুর পূর্ব ফকিরপাড়ার বাসিন্দা খোরশেদ আলম (৩৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সানজু মিয়া (৩৭)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হরিপুর খেয়াঘাটে অভিযান চালানো হয়। এ সময় বস্তা ভর্তি ১৩৩ বোতল ভারতীয় মদসহ তিন জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।