সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৮৪ গ্রাম হেরোইনসহ মো. আলম শেখ (৪৫) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বাজার স্টেশন কুলিঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজার স্টেশন রেলওয়ে কুলি ঘর এলাকায় অভিযান চালিয়ে ৮৪ (চুরাশি) গ্রাম হেরোইনসহ আলম শেখকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএম