ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

ত্রিশালের লতিফ-জাহানারা দম্পতির মরদেহের সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ত্রিশালের লতিফ-জাহানারা দম্পতির মরদেহের সন্ধান লতিফুর রহমান লতিফ ও জাহানারা বেগম

ময়মনসিংহ: সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে নিহত ময়মনসিংহের ত্রিশালের লতিফুর রহমান লতিফ (৬০) ও জাহানারা বেগম (৫০) দম্পতির মরদেহের সন্ধান পাওয়া গেছে।

তাদের মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সৌদি আরব থেকে মুবাল্লিক ট্রাভেলসের মুয়াল্লেম সেলিম নিহত দম্পতির ছোট মেয়ে শারমিন আক্তার বুলবুলিকে ফোনে এ খবর জানান।

পরে তার স্বামী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত লতিফুর রহমান ত্রিশালের চরপাড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রী জাহানারা বেগম ছিলেন গৃহিণী।

এর আগে গত শনিবার ও রোববার তাদের নিখোঁজের ঘটনায় বাংলানিউজে দু’টি সংবাদ প্রকাশিত হয়। সেখানে তার ছোট মেয়ে শারমিন আক্তার বুলবুলি তার মা-বাবা’র মরদেহের সন্ধানের জন্য জোর দাবি জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমএ/

** মিনায় নিখোঁজ মায়ের সন্ধান চান সন্তানেরা
** ‘আমার মা-বাপের কোনো খোঁজ পাইছেন?’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।