ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসচাপায় নিহত ৩, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ফেনীতে বাসচাপায় নিহত ৩, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের চাপায় একটি মোটরসাইকেলে থাকা ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ পথচারী।



সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাতুভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাগনভূঞা পৌরসভার চানপুর এলাকার মো. বুলবুলের ছেলে ওমর ফারুক আমজাদ রকি (২৫), আবদুল গফুরের ছেলে ইমাম হোসেন সুজন ও একই এলাকার মেজাবাউল হক পন্নী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে নোয়াখালীগামী  সুগন্ধা পরিবহনের একটি বাস মাতুভূঞা এলাকার সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থা‍কা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত হন রাস্তার পাশে থাকা ৫ জন।

আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫/আপডেট: ২০১৩ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।