ঢাকা: রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ায় দুর্বৃত্তের গুলিতে তাবেলা সিজার (৫০) নামে এক ইতালির নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তাবেলা সিজার ঢাকায় নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আসিসিও-বিডি এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
চলতি বছরের মে মাসে তিনি আইসিসিও-বিডিতে যোগ দেন বলে জানান প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক আলো রাণী।
তাবেলা সিজার রাজধানীর গুলশান-২ এর ৫৪/৫১ কর্নার প্লটের বি/৫ অ্যাপার্টমেন্টে থাকতেন বলে পুলিশ জানায়।
![](files/September2015/September28/Gulsha_900112844.jpg)
পরে সেখানকার চিকিৎসকরা তাবেলা সিজারকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। ওসি সিরাজ বলেন, নিহত ব্যক্তির কাছে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি ইতালির নাগরিক। ঢাকায় একটি এনজিওতে চাকরি করতেন।
এদিকে ঘটনার পরপরই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘হত্যার ধরণ দেখে মনে হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত। প্রাথমিকভাবে জানতে পেরেছি- একটি মোটরসাইকেলে আসা তিন আরোহী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরমধ্যে দুইজন পরপর তিনটি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ’
সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ধরণ দেখে মনে হচ্ছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়নি। কারণ তার সঙ্গে থাকা মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র সবই ছিল। ’
‘তবে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমাদের তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষেই ঘটনার মূল রহস্য জানা যাবে,’ বলেন ভারপ্রাপ্ত আইজিপি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যাবে না যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সার্বিক আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী কাজ করছে। ’
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছে পুলিশ। আশা করছি, শিগগির তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫, আপডেট: ২১৫৮ ঘণ্টা
এনএইচএফ/এমএ