লক্ষ্মীপুর: জেলার রামগতি উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকার করছিলো। খবর পেয়ে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএম