ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রামগতিতে ১১ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
রামগতিতে ১১ জেলের কারাদণ্ড ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: জেলার রামগতি উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

তবে তাৎক্ষণিক এ ১১ জেলের নাম-পরিচয় জানা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকার করছিলো। খবর পেয়ে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।