ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও অর্জনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের উন্নয়ন মেলা।
বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
মাগুরা: সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জে. (অব.) এটি এম আবুদল ওয়াহাব।
বদরগঞ্জ (রংপুর): সকাল ১০টায় বদরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মেলায় মোট ২২টি স্টল রয়েছে।
বরিশাল: সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ মেলার উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস।
এরআগে নগরীর সার্কিট হাউজ থেকে উন্নয়ন মেলা উপলক্ষে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। মেলায় মোট ২০টি স্টল রয়েছে। মেলা সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ভোলা: বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে সরকারি স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়। মেলায় ৩০টি স্টল রয়েছে। এতে প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল ১০টার দিকে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মেলায় সরকারি-বেসরকারি পর্যায়ের ২৪টি স্টল স্থান পেয়েছে।
মধুপুর (টাঙ্গাইল): দুপুর ১২টার দিকে মধুপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া ধনবাড়ী উপজেলায়ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
নীলফামারী: দুপুরে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মেলায় মোট ৩০টি স্টল বরাদ্দ পেয়েছে।
এছাড়া ডিমলা ও ডোমার উপজেলায়ও তিনদিনের উন্নয়ন মেলা শুরু হয়েছে।
গোপালগঞ্জ: সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করা হয়। এরআগে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নিচ্ছে।
ঈশ্বরদী (পাবনা): সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ কমপ্লেক্সে মেলা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মেলায় সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার ৩০টি স্টল অংশ নিচ্ছে।
লক্ষ্মীপুর: বিকেলে কমলনগর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এছাড়া দুপুর রামগতি উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি: বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমি চত্বরে মেলায় উদ্বোধন শেষে একাডেমি হলরুমে আলোচনা সভা হয়। এছাড়া জেলার রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ায়ও উপজেলায়ও উন্নয়ন মেলা চলছে।
মেহেরপুর: সকাল ৯ টার সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের নেতৃত্বে একটি র্যালি শহীদ সামজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ সামসুজ্জোহা পার্কে মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের হয়েছে।
পিরোজপুর: বেলা ১১টায় শহরের শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): বিকেলে উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করা হয়। এরআগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা: সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর: দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এরআগে কালেক্টরেট চত্বর থেকে এক র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ১৬টি স্টল স্থাপন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
সিরাজগঞ্জ: বিকেলে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না মেলার উদ্বোধন করেন। এরআগে সকালে কালেক্টরেটর চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মেলায় ২৯টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। বিকেলে মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
ঠাকুরগাঁও: সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। মেলায় মোট ৪০টি স্টল রয়েছে।
জয়পুরহাট: সকাল ১০টার দিকে মেলা উপলক্ষে একটি র্যালি জেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামসুল আলম দুদু। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় মোট ৩৫টি স্টল স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর