ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের চুমুরদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

সাখাওয়াত আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ফরিদপুরের চুমুরদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুমুরদী (ফরিদপুর) থেকে: ফরিদপুরের ভাঙ্গার চুমুরদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সোমবার বিকেলে বাবনাতলা হাট সংলগ্ন কুমার নদে অনুষ্ঠিত এ নৌকাবাইচ গ্রামীণ জনগোষ্ঠীর ঈদ উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

পাশাপাশি ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে আসারাও উপভোগ করেন উৎসবের ভিন্ন এক আমেজ।

নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এ বাইচ দেখতে বিপুল সংখ্যক লোক বাবনাতলা হাট ও এর সংলগ্ন কুমার নদে ভিড় করেন। ছোট ছোট নৌকায়, ভ্যান, ভটভটি, নসিমন, করিমন, ইজিবাইকে করে, কেউবা পায়ে হেঁটে আসেন এ বাইচ উপভোগ করতে।

এলাকাটি ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের মুকসুদপুরের মিলনস্থলে হওয়ায় উভয় জেলার মানুষই আসেন এ বাইচ উপভোগ করতে। নিকটবর্তী মাদারীপুর থেকে আসা লোকজনেরও দেখা মেলে। নদীর তীরে দাঁড়িয়ে, নদীর উপর তৈরি বাঁশের সাঁকোতে চড়ে এমনকী তীরবর্তী বিভিন্ন উচু গাছে চড়েও লোকজনকে বাইচ উপভোগ করতে দেখা গেছে।

বিকেল তিনটার দিকে শুরু হওয়া এ নৌকাবাইচে অংশ নেয় বিভিন্ন অঞ্চল থেকে আসা ২৫-৩০টি ছোট-বড় নৌকা। প্রতিটি নৌকাই ছিল রঙ ও পিতলের তৈরি বিভিন্ন অলংকারে সজ্জিত। বৈঠাধারীদের গায়েও ছিল বাহারি পোশাক।

নৌকাগুলোকে ছোটবড় দুইভাগে ভাগ করে এ বাইচের আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ বাইচ পরিচালনা করে বাবনাতলা হাট কমিটি।

বাইচে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকাগুলোকে বিশেষ পুরস্কারসহ অংশ নেওয়া প্রতিটি নৌকাকে পুরস্কৃত করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

তবে কুমার নদির নাব্যতা সংকট না থাকলে এ বাইচ আরো বড় পরিসরে এবং জমজমাটভাবে আয়োজন করা যেতো বলে দাবি আয়োজক এবং এলাকাবাসীর।

এদিকে, বিপুল লোকের সমাগমকে উপলক্ষ করে স্থানীয় দোকানিরা বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন বাইচ সংলগ্ন এলাকায়। মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রসহ ছোটদের বিভিন্ন খেলনার দোকানের দেখা মেলে। হরেক রকম ঐতিহ্যবাহী পণ্য কিনতে লোকজনের ভিড় লক্ষ করা যায় এসব দোকানে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।