ভোলা: ভোলার মনপুরা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (২৩) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাবিহারী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বাংলানিউজকে জানান, বিকেলে লতাবিহারী এলাকায় মেঘনা নদীতে তরুণীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি জানান, ওই তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর