ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নদী পারাপারের সময় ডিঙ্গি নৌকাকে একটি লঞ্চ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- লাইজু আকতার (৩৫) এবং মো. সেলিম (০৪)।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেলে টার্মিনাল সংলগ্ন নদী পার হওয়ার সময় লঞ্চের ধাক্কায় একটি ডিঙ্গি নৌকা ডুবে যায়। এতে নৌকার যাত্রী লাইজুর মৃত্যু হয়।
এছাড়া নৌকার আরেক যাত্রী চার বছরের শিশু সেলিমেরও এ ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানান জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এজেডএস/এমএ