বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার সুখপাড়া এলাকায় বজ্রপাতের শিকার হয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ মামুন হাওলাদারের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিষখালী নদীর জয়ালভাঙা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মামুন পাথরঘাটা উপজেলার চর দোয়ানি গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, সকালে বঙ্গোপসাগরের সুখপাড়া এলাকায় এফবি ভাই ভাই ট্রলারে ছয়জন জেলে মাছ ধরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই ট্রলারের খুব কাছে বজ্রপাত হয়। এতে ট্রলারে থাকা জেলে মামুন হাওলাদার ছিটকে সাগরে পড়ে যান।
পরে সাগরের ওই এলাকায় বেশ কিছু ট্রলার নিয়ে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রচণ্ড শব্দ ও আগুনের ফুলকিতে নবী হোসেন নামে একজন আহত হয়েছেন।
সন্ধ্যায় বিষখালী নদীর জয়ালভাঙায় মামুনের মরদেহ ভাসতে দেখে তালতলী থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হাওলাদার বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমজেড