পিরোজপুর: পিরোজপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এ র্যালি ও সভার আয়োজন করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন এডিপি ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যেদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সনাক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সনাক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সনাক সভাপতি রমা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ খান, পিডিএফ’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না। সভা শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএম