আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): লাইসেন্স ও কাগজপত্র না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুই ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকরাম এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেটের সহকারী কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, লাইসেন্স ও কাগজপত্র না থাকায় পেট্রোলিয়াম আইনে পৌরশহরের সড়ক বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী নূরুল আমীন নূরুকে পাঁচ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে উপজেলার গাজীর বাজারের সাগর মেডিকেল হলের মালিক ও পল্লী চিকিৎসক কিবরিয়া আহমেদকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/আরএম