ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো সুমী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো সুমী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী সুমী (১৩)।

‘শিশু সুমীর বিয়ে সোমবার দুপুরে’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশের সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রশাসন বিয়ে বন্ধ করে দেয়।



এর আগে, রোববার রাতে বিয়ে বন্ধ করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশ থাকা সত্বেও প্রস্তুতি অব্যাহত রাখে কনের পরিবার। সোমবার সকালে বাংলানিউজের সংবাদ প্রকাশিত হলে তৎপরতা বেড়ে যায় ওসির।

পুলিশ জানায়, বিয়ের আয়োজন অব্যাহত থাকার খবর পেয়ে বিকেলে অভিযান চালায় পুলিশ। ওসি ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারের অভিভাবকে বিয়ে বন্ধ করার জন্য বলেন। এ সময় তারা বাল্যবিয়ে দিবেনা বলে অঙ্গীকার করেন।

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।