রাজশাহী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহী অ্যাসোসিয়েশনের ২০১৫-২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
এতে বলা হয়, নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব প্রার্থীকেই নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক পদাধিকার বলে রাজশাহী অ্যাসোসিয়েশনের সভাপতি। আর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মহসীন খান ও প্রকৌশলী তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা।
এছাড়া, কোষাধ্যক্ষ পদে প্রকৌশলী নওশের আলী, যুগ্ম-সম্পাদক প্রফেসর রুহুল আমিন প্রামানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রশিদ, ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী কামাল, মহিলা সম্পাদক ফিরোজা জামান, দফতর সম্পাদক সুখেন মুখোপাধ্যায় ও প্রচার সম্পাদক পদে আরিফুল হক কুমার নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন- প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সজল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, লিয়াকত আলী লিকু, প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী, কেএনএএম নজরুল হক, হাসেন আলী, এলাহী বক্স মন্ডল, খন্দকার মাইনুল ইসলাম ও মু. খুরশীদ আলম মিনু।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস/এইচএ/