হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাব্লু, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ প্রমুখ।
পরে প্রোজেক্টরের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপন করা হয়।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা তিন দিন চলবে।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/