ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে উন্নয়ন মেলার উদ্বোধন

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
হিলিতে উন্নয়ন মেলার উদ্বোধন

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম।

তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাব্লু, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ প্রমুখ।

পরে প্রোজেক্টরের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপন করা হয়।

২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা তিন দিন চলবে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।