হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রতিবছরের মতো এবারও বিনোদনমূলক অনুষ্ঠান ‘জামাই মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে হাকিমপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ জামাই মেলা অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমির তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় জামাই মেলায় উপজেলা সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এতে জামাইদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী জামাইকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, সাবেক মেয়র কামাল হোসেন রাজ প্রমুখ।
জামাই মেলায় বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়। অনুষ্ঠানটি ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ দেখা যায়।
বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/