ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শালিখায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
শালিখায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণ আটক

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে লেখার অভিযোগে দিপু বিশ্বাস (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তাকে উপজেলার সিংড়া গ্রাম থেকে আটক করা হয়।

দিপু ওই গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেল।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সিংড়া গ্রামের কাঠমিস্ত্রীর সহকারি দিপু তার নিজ ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর কিছু কথা লেখেন, যা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। ইসলামকে অবমামনাকর ওই লেখার প্রতিবাদে সোমবার সন্ধ্যার পর স্থানীয় সিংড়া বাজারে মিছিল করে স্থানীয়রা। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে মাগুরা থেকে পুলিশ সুপার একেএম এহসানুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এরপর তারা জনতার বক্তব্য শোনেন ও তাদের উত্তেজনা প্রশমন করেন।

পরে অভিযোগের প্রেক্ষিতে রাত ১১টার দিকে দিপুকে ওই এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। তাকে মাগুরা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দিপুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।