ঢাকা: জাতীয় স্মৃতিসৌধের মূল নকশাকারীদের অন্যতম স্থপতি অপরেশ দাশ’র শ্রাদ্ধানুষ্ঠান মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)।
এদিন রাজধানীর আজিমপুরে ঢাকেশ্বরী মন্দির মেলা প্রাঙ্গণে এ শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অপরেশ দাশের সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীকে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর অপরেশ দাশের জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী মৌসুমী দাশ পুরকায়স্থ, দুই পুত্র ডা. অমিতেশ দাশ ও সৌমিক দাশ, দুই ভাই, এক বোন, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী- বন্ধুবান্ধব রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/