কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু তানিয়া আক্তারের (১২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের বৈঠাকালি খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
সে অষ্টগ্রামের ইসলামপুর গ্রামের তকবির মিয়ার মেয়ে। সোমবার সন্ধ্যার দিকে সীতারামপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে বৈঠাকালি খালে নৌকা ডুবে নিখোঁজ হয় তানিয়া। এ সময় ডুবে সখিলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর
** অষ্টগ্রামে নৌকাডুবিতে নারীর মৃত্যু, শিশু নিখোঁজ