ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন

উদ্বোধনীতে প্রধানমন্ত্রী, ভাষণ ৩০ সেপ্টেম্বর

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
উদ্বোধনীতে প্রধানমন্ত্রী, ভাষণ ৩০ সেপ্টেম্বর

ঢাকা: নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত অধিবেশনের সাধারণ বিতর্ক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করছেন ড্যানিশ পার্লামেন্টের সাবেক স্পিকার মোজেন্স লিকেটফট।



এ অধিবেশনে সংস্থার কর্মকাণ্ড সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার যোগ দেন।

অধিবেশনের নয় কর্মদিবসজুড়ে সাধারণ বিতর্ক চলবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঁসোয়া ওলাঁদ প্রমুখ উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বান কি-মুন আয়োজিত স্বাগত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তার ছেলে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।