ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে চালককে পিটিয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
সাভারে চালককে পিটিয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে চালককে পিটিয়ে প্রাইভেটকার ছিনিয়ে নিয়ে গেছে একদল ছিনতাইকারী, এমন অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের তেঁতুলঝোড়া এলাকায় এ ঘটনা ঘটে।



আহত প্রাইভেটকার চালকের নাম শাহা আলম (৩৮)। তিনি সাভারের সাধাপুর এলাকায় বসবাস করেন।

আহত শাহা আলম জানান, সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তিনজন মানিকগঞ্জ যাওয়ার জন্য আমার প্রাইভেটকারটি ভাড়া করেন। তাদেরকে নিয়ে সিঙ্গাইর রোডে যাওয়ার পর বাড়িতে সমস্যা হয়েছে বলে স্ত্রী ফোন করেন।

এমতাবস্থায় মানিকঞ্জ যাবেন না বলে যাত্রীদের জানিয়ে দিলে যাত্রীবেশী ছিনতাইকারীরা আমাকে (শাহ আলম) পিটিয়ে গুরতর আহত করে। পরে হাত-পা বেঁধে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।

এ সময় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, এখনো  সুর্নিদিষ্ট অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়:১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসএনইচএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।