সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জুয়া খেলার আসর থেকে ইলিয়াছ হোসেন নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তিস্তা ক্যানেল থেকে তাকে আটক করা হয়।
ইলিয়াছ হোসেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, মধ্যরাতে সঙ্গীদের নিয়ে কুজিপুকুর এলাকায় তিস্তা ক্যানেলে জুয়া খেলছিলেন ওই ইউপি সদস্য। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর