ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ফ্রি চিকিৎসা ক্যাম্পে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ফ্রি চিকিৎসা ক্যাম্পে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা দিচ্ছেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী দরিদ্র সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।



সকাল ১০টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সহসভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী, সদস্য সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, হাটলক্ষ্মীগঞ্জ মসজিদ কমিটির সভাপতি মো. ইউনুছ মিয়া, পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন প্রমুখ।

মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার জালালউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন।

বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে রোগী দেখবেন সহকারী পরিচালক ডা. ওয়াহিদা হাসিন, হাসপাতালের ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান, চক্ষু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রুহুল আমিন, চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা. সাফায়েত জামিল, শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইউছুফ হীরা, মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. এ কে এম সাইফুজ্জামান, গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন ও চক্ষু রিফ্রাকশনিস্ট মো. ছিদ্দিকুর রহমান সুমন।

জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নার্গিস আক্তার জানান, দিনব্যাপী চিকিৎসা  ক্যাম্পে বিনামূল্যে গাইনি, মেডিসিন, শিশু ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন। এছাড়া চোখের ছানি অপাররেশন করা হবে।

তিনি আরো জানান, চিকিৎসা সেবা ছাড়াও দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এ সেবার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. আলাউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।