মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা দিচ্ছেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী দরিদ্র সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
সকাল ১০টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সহসভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী, সদস্য সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, হাটলক্ষ্মীগঞ্জ মসজিদ কমিটির সভাপতি মো. ইউনুছ মিয়া, পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন প্রমুখ।
![](files/September2015/September29/Photo_0196_399826334.jpg)
মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার জালালউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন।
বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে রোগী দেখবেন সহকারী পরিচালক ডা. ওয়াহিদা হাসিন, হাসপাতালের ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান, চক্ষু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রুহুল আমিন, চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা. সাফায়েত জামিল, শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইউছুফ হীরা, মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. এ কে এম সাইফুজ্জামান, গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন ও চক্ষু রিফ্রাকশনিস্ট মো. ছিদ্দিকুর রহমান সুমন।
জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নার্গিস আক্তার জানান, দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে গাইনি, মেডিসিন, শিশু ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন। এছাড়া চোখের ছানি অপাররেশন করা হবে।
তিনি আরো জানান, চিকিৎসা সেবা ছাড়াও দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এ সেবার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. আলাউদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর