ধুনট (বগুড়া): পারিবারিক বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় দেবরের ছুরিকাঘাতে আহত কুলসুম খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত কুলসুম খাতুন ধুনটের কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের চাঁন মিয়া তরফদারের স্ত্রী।
কুলসুমের ছোট বোন লিপি খাতুন বাংলানিউজকে জানান, গত দুই বছর ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে তার বোনের স্বামী চাঁন মিয়ার সঙ্গে তার ভাই বাটুল মিয়ার বিরোধ চলছিল।
ওই বিরোধের জের ধরে গত রোববার সকালে কুলসুম ও বাটুল মিয়ার স্ত্রী পিনজেরা খাতুনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাটুল ভাবী কুলসুম খাতুনের পেটে ছুরিকাঘাত করেন।
গুরুতর অবস্থায় কুলসুম খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবণতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার পর থেকে বাটুল মিয়া ও তার স্ত্রী পিনজেরা খাতুন পলাতক রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর