বরিশাল: ‘জানাব, জানব, দুর্নীতি রুখব’ স্লোগানে সারাদেশের ন্যায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৫।
এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউস থেকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জাগ্রত নাগরিক কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় একটি র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মো. গাউস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন নাহার আফরোজ, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ০১৫
এসআর