ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

তুরাগে বাস থেকে পড়ে হকারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
তুরাগে বাস থেকে পড়ে হকারের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন ইস্ট-ওয়েস্ট হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস থেকে পড়ে লাল মিয়া (৪৫) নামে এক হকারের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম মৃত জকির বেপারি। বাড়ি সাভারের ধামরাই উপজেলায়।

জানা যায়, বাসের ছাদ থেকে নামার সময় পেছন থেকে অপর একটি বাস তাকে (লাল মিয়া) বহনকারী বাসকে ধাক্কা দেয়। এতে তিনি বাস থেকে পড়ে গুরুতর আহত হন।

পরে সঙ্গে থাকা অপর এক ব্যক্তি উদ্ধার করে লাল মিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে বেলা ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।