ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

এ কেমন শত্রুতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এ কেমন শত্রুতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় শত্রুতা করে রাতের আঁধারে এক কৃষকের এক বিঘা জমির প্রায় তিন হাজার ফুলকপি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকশীর দিয়াড় বাঘইল গ্রামের কৃষক হারুনুর রশিদের ফুলকপি ক্ষেতে এ ঘটনা ঘটে।



কৃষক হারুনুর রশিদ জানান, চলতি মৌসুমে এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন তিনি। আর ক’দিন পরেই ফুলকপিগুলো বাজারে তোলা যেত। কিন্তু রাতে কারা যেন ক্ষেতের প্রায় ৩ হাজার কপি গাছ কেটে দিয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।