ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফের পরীক্ষা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দাবি আদায়ে মঙ্গলবার (সেপ্টেম্বর ২৯) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়।



সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় সেখান থেকে ঢাকা মেডিক্যালের পথে মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এরপর শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিলে সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। সেখানে তাদের ঘিরে রেখেছে পুলিশ। আর শিক্ষার্থীরা ‘কলেজ প্রাঙ্গণে পুলিশ কেন, শিক্ষার্থীদের গায়ে হাত কেন’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।

মুন্সী আব্দুর রব কলেজ থেকে আসা মেডিক্যাল পরীক্ষার্থী ওয়াফি ইসলাম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একত্রিত হই। সেখানে পুলিশের বাধার মুখে পড়ি।

এ সময় যারা মেডিক্যালে ভর্তি হচ্ছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইব্রাহীম খান সাংবাদিকদের বলেন, পরীক্ষায় অকৃতকার্যরা শহীদ মিনারে আন্দোলন করার সময় তাদের দাবি নিয়ে কর্ত‍ৃপক্ষের কাছে যেতে বলা হলে, পুলিশের কথা না শুনে তারা বিবাদে জড়িয়ে পড়ে। এরপর ঢামেকের অধ্যাক্ষের কক্ষের করিডোরে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তাদেরকে কোনো ধরনের লাঠিচার্জ বা আঘাত করা হয়নি। আমরা বারবার তাদের অনুরোধ করেছি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএস/জেডএফ/জেডএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।